অধ্যায় ২. কম্পিউটারের গঠন
অধ্যায় ২. কম্পিউটারের গঠন
Computer Architecture
এই অধ্যায়ের মাধ্যমে আমরা শিখতে পারবো বা জানতে পারবো কম্পিউটারের মৌলিক গঠনটির সম্পর্কে। এখানে আলোচনা করা হবে, কম্পিউটারে বিভিন্ন অংশগুলি কিভাবে সংঘটিত হয়, কিভাবে বিভিন্ন কার্যকলাপ গুলিকে পরিচালনা করে এবং কিভাবে বিভিন্ন অংশগুলির নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কাজ করে থাকে।
একটি কম্পিউটার ঠিক কি কি কিভাবে কাজ করে আমরা কি চিত্রের মাধ্যমে দেখিনি।
একটি কম্পিউটার সিস্টেমের মৌলিক উপাদান গুলির মধ্যে অন্যতম হল – ১। ইনপুট ডিভাইস ২। আউটপুট ডিভাইস ৩। সিপিইউ।
• Input Device: ইনপুট ডিভাইস ব্যবহারকারীর তথ্য ও নির্দেশ গ্রহণ করে প্রক্রিয়াকরণের জন্য কম
Type - PDF